![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/11/02/e3ac2f00a9e6b0a246f1e4a107d9a0eb-5dbd20b15632a.jpg?jadewits_media_id=1482294)
পথচারী পারাপার হবে কীভাবে
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৯, ১২:১৯
চারদিক থেকে দ্রুতগতিতে যানবাহন ছুটে আসছে। পথচারীদের কেউ হাত তুলে রাস্তা পার হচ্ছেন। কেউবা আবার রাস্তা পার হচ্ছেন গাড়ির সামনে দিয়ে দৌড়ে। সম্প্রতি ডেমরা স্টাফ কোয়ার্টারসংলগ্ন চৌরাস্তায় দেখা যায় এই চিত্র। পথচারী পারাপারের জন্য এই চৌরাস্তায় নেই পদচারী-সেতু, পাতালপথ কিংবা জেব্রা ক্রসিং। এতে রাস্তা পারাপার হতে গিয়ে প্রায়ই সেখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পথচারী চলাচল
- চট্টগ্রাম