বনানীতে বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, আতঙ্ক

মানবজমিন প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৯, ১২:১৫

রাজধানীর বনানীতে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ হয়েছে। এতে বৈদ্যুতিক তারে আগুন লেগে যায়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বৈদ্যুতিক তারে আগুন লেগেছে, এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আমরা যাওয়ার আগেই ডিপিডিসির (ঢাকা পাওয়াার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।  এদিকে প্রত্যক্ষদর্শী সুলতান মাসুদ জানান, ছোট হলেও বিস্ফোরণের সময় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। সড়কের একপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এক থেকে দেড় মিনিট পর নিজ থেকেই আগুন নিভে যায়। কিছুক্ষণ পর ডিপিডিসির লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ফায়ার সার্ভিসের লোকজনও আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও