কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সেলিম আল দীন উৎসব শুরু আজ

সেলিম আল দীন উৎসব ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের অষ্টম সম্মেলন শুরু হচ্ছে আজ। তিনদিনের এ আয়োজন হবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। উৎসবে সেলিম আল দীন, বজলুল করিম-মীর মকসুদুস সালেহীন ও ফওজিয়া ইয়াসমিন শিবলীর নামে তিনটি পদক দেয়া হবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ও উৎসবের আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ। এ সময় আরো উপস্থিত ছিলেন উৎসবের সদস্য সচিব তৌফিক হাসান ময়না, ওয়াসিম আহমেদ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলন ও উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। নাট্যোৎসবের প্রথমদিন আজ সন্ধ্যায় পরিবেশিত হবে দু’টি মঞ্চনাটক। রাজশাহীর চারঘাটের পালা মঞ্চায়ন করবে ‘বহুরূপে আসব ফিরে’ এবং ফরিদপুরের বাংলা থিয়েটার মঞ্চায়ন করবে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’। আজ পদকপ্রাপ্তদের হাতে স্মারক তুলে দেয়া হবে। উৎসবের দ্বিতীয় দিনে আগামীকালও মঞ্চায়ন হবে দুই নাটক। নাটোরের ইঙ্গিত থিয়েটার সেলিম আল দীনের ‘চাকা’ এবং জয়পুরহাটের শান্তিনগর থিয়েটার মঞ্চায়ন করবে ‘ইতি পত্রমিতা’। রোববার উৎসবের সমাপনী দিনে সাভারের দল বুনন থিয়েটারের নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’ পরিবেশিত হবে। উৎসব উপলক্ষে আগামীকাল সকালে ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন