হ্যালোইন: নকল ভূতের উৎপাত বাড়ে এদিনে
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ১২:১১
                        
                    
                অক্টোবরের শেষ দিন মানেই যেন সর্বত্র ভূত-পেতনির বাড়াবাড়ি। আসল নয়! এদিন পশ্চিমা দেশগুলোর নগর জনপদের সর্বত্র নকল সব ভূত-পেতনি দিয়ে সাজানো থাকে বাড়িঘর। দোকানগুলোয় সাজানো হয় এমন সব ভয় লাগানো সাজসরঞ্জামে। দিনটির একটি নামও রয়েছে, যা অনেকের জানা। সেটা হলো ‘হ্যালোইন উৎসব’। আজ বৃহস্পতিবার বিশ্বজুড়ে ভূত নিয়ে যখন এত মাতামাতি, এত আয়োজন তখন আমাদের ভূতদের সম্পর্ক না জানলে কী হয়!
- ট্যাগ:
 - লাইফ
 - হ্যালোইন দিবস