উত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর হাজারীবাগ রায়েরবাজারে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম সজল (১৯) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন। প্রেমিকাকে উত্যক্তের প্রতিবাদের জেরে ধরে এ হত্যাকা- ঘটে।সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সানজিদা আক্তার দোলন জানান, সজলের সঙ্গে তার ৩ মাস যাবৎ প্রেমের সম্পর্ক। আজ সন্ধ্যায় সজল তার সঙ্গে দেখা করতে রায়েরবাজার ব্রীজের ঢালে যায়। সেখানে দাঁড়িয়ে কথা বলার সময় কয়েকজন কিশোর তাকে উত্যক্ত করে। সজল এর প্রতিবাদ করায় ওই কিশোরদের মধ্যে একজন সজলকে থাপ্পড় মারে। তখন তারা চলে গেলেও পরে সজল তার কয়েকজন বন্ধুকে ফোন দেয়। এরপর সে ওই কিশোরদেরকে আবার খুঁজে মারধর করে। পরে পুনরায় ওই কিশোররা দলবলে এসে সজলকে বাঁশ দিয়ে পেটায় এবং ছুরিকাঘাত করে। এ ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সজলের বড় ভাই মাকসুদুর রহমান শান্ত জানান, সজল মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাসা চকবাজার ইসলামবাগে। ৩ ভাইবোনের মধ্যে মেজো সে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.