ভাইফোঁটার সন্দেশেও নোবেল-গরিমা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ০৪:২০
নোবেল সন্দেশের রূপকার ফেলু ময়রার উত্তরপুরুষ অমিতাভ মোদক হাসছিলেন, ‘‘বেশ কয়েক বছর আগে বোলপুরে রবীন্দ্রনাথের স্মারক প্রদর্শনীতে এই নোবেল-ছাপ সন্দেশের আইডিয়াটা মাথায় আসে! বিশ্বকাপ উপলক্ষেও তো বছর-বছর কাপের আদলে সন্দেশ তৈরি হয়। নোবেলই হোক বা বিশ্বকাপ— সত্যি সত্যি না-চাখলে বাঙালির তৃপ্তি হবে না।’’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নোবেল পুরস্কার
- সন্দেশ
- ভারত