![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2019/10/29/115135_bangladesh_pratidin_IMG20191027225523.jpg)
বাহরাইনে হিন্দু মহাজোটের দীপাবলি ও শোক সভাসহ নানা আয়োজন
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ১১:৫১
হিন্দু মহাজোটের উদ্যোগে বাহরাইনে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব, দীপাবলি ও কালীপূজা উদযাপনের দিনেও সংগঠনের সহ-সভাপতি স্বর্গীয় বিজয় পালের স্মরণে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় সময় সাড়ে ১০টায় মানামা আল জিজনিয়া বাংলাদেশ দূতাবাস সংলগ্ন সুইমিংপুলে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়। পূজা কমিটির