![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/10/29/650x365/Mim_Movie.jpg)
আবারও চিত্রনায়িকা মিম
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ১১:১১
সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীদের একজন বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায় কাজ করেও বেশ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। কাজ করেছেন ওয়েব সিরিজেও। এবার আবারও নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন মিম। নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজটি নির্মাণ করছেন মিরাজ। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। মিম বলেন, গতকাল থেকে নতুন ওয়েব সিরিজের কাজ শুরু করেছি। নাম এখনো চূড়ান্ত হয়নি। গল্পে বেশ কিছু চমক আছে। তবে তা এখনই বলতে চাই না। খুব শিগগিরই সংবাদটি সবাইকে দেবো। এদিকে, সম্প্রতি এই…
- ট্যাগ:
- বিনোদন
- চিত্রনায়িকা
- আফসানা আরা বিন্দু
- ঢাকা