![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/28/f4957145b4b6eaf353022e8654582c80-5db67dc5e64f6.jpg?jadewits_media_id=1481006)
রাজনীতিতে হিসাবের যত গরমিল
আইনে নির্বাচনী ব্যয়ের রিটার্নে অসত্য তথ্য দেওয়ার দায়ে প্রার্থীর অনধিক সাত বছরের কারাদণ্ডের বিধান আছে। কিন্তু কখনো কারও দণ্ড হয়নি। দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা। সমস্যার গোড়ায় আছে রাজনৈতিক দলের আচরণ এবং সেখানে পরিবর্তনের কথা না বললে এ রকম অবিশ্বাস্য নজির আরও অনেকবারই আমাদের দেখতে হবে। লিখেছেন কামাল আহমেদ
- ট্যাগ:
- মতামত
- হিসাব
- রাজনীতি
- কামাল আহমেদ
- ঢাকা