মাদকাসক্তি চিকিৎসার নামে টর্চার সেল
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০৩:৩৪
মাদকাসক্তদের চিকিৎসার নামে ভয়াবহ টর্চার সেল গড়ে তোলা হয়েছে রাজধানীর গুলশানের মুক্তি ক্লিনিকে। মাদকাসক্তি নিরাময়ের নামে লাখ লাখ টাকার প্যাকেজের আওতায় এখানে রোগীদের মাসের পর মাস বন্দিদশায় রাখা হলেও সুস্থতা ফিরে পায় না কেউ। শুধু তাই নয়, মাদকাসক্তি চিকিৎসার নামে প্রতিপক্ষকে এই বন্দিশালায় আটকে রেখে ভয়াবহ নির্যাতন চালানো হয়। এসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিতে অভিযান চালিয়ে জরিমানা করেছেন। দফায় দফায় সতর্কও করা হয়েছে। তবু মুক্তি ক্লিনিকের অপরাধ-অপকর্ম বন্ধ হয়নি।