জামাল ভূঁইয়ার নেতৃত্বেই আবারো পুনর্জাগরণের স্বপ্ন দেখছে দেশের ফুটবল। বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের মাটিতে ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে নজরকাড়া নৈপুণ্যে এরই মধ্যে ভারতীয় ফুটবল লীগে খেলার প্রস্তাব পেয়েছেন জামাল। এবার সরাসরি মাঠে গিয়ে স্প্যানিশ লা লিগার ধারাভাষ্য দেয়ার সুযোগ এসেছে তার সামনে। ইউরোপের জনপ্রিয় লীগ ‘লা লিগায়’ এর আগেও ধারাভাষ্য দিয়েছেন জামাল। তবে এতদিন তিনি ধারাভাষ্য দিয়েছেন দুবাইয়ে গিয়ে। তবে স্টেডিয়ামে বসে ধারাভাষ্য দিতে জামাল এবার যাচ্ছেন খোদ স্পেনের বার্সেলোনায়। ধারা বিবরণী দিতে ১লা নভেম্বর দেশ ছাড়বেন চট্টগ্রাম আবাহনীর হয়ে শেখ কামাল টুর্নামেন্টে ব্যস্ত থাকা এই ফুটবলার। এজন্য বিমান টিকিট ও মোটা অঙ্কের পারিশ্রমিক ও পাচ্ছেন তিনি। স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করার জন্যও আহ্বান জানাবেন বাংলাদেশ অধিনায়ক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.