শুক্রবার হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২২৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে এবারের নির্বাচনে অংশ নেন। তিনি ভোট পান ১২৫টি। নির্বাচনের ফলাফল বিষয়ে গতকাল মৌসুমী বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কেউ একজন তো আসতেই হবে। এটা নিয়ে আলাদা চিন্তা করছি না। যারা বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা। তাদের ভালো কোনো সিদ্ধান্তে আমাকে প্রয়োজন হলে তার জন্য আমার সহযোগিতা থাকবে। নির্বাচনের ফলাফলের পর আপিল করা বা এ নিয়ে অন্য কোনো চিন্তা করছেন না বলেও জানান মৌসুমী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.