![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/26/b1cd800fbe39d6738b2ee6a78a9106da-5db3f6ac406e9.jpg?jadewits_media_id=1480606)
শিক্ষাঙ্গনে দুই বছর দলীয় রাজনীতি বন্ধ থাক
বিরাজনীতিকরণ ও অতিরাজনীতিকরণ—দুটিই সমাজের জন্য ক্ষতিকর। আমাদের উচিত দুই চরম অবস্থার মধ্যবর্তী অবস্থানে সমাজকে রাখার চেষ্টা করা। আমরা বর্তমানে অতিমাত্রায় দলীয়কৃত একটি সমাজের বাসিন্দা। এ এক ভয়ংকর সমাজ। ছাত্রসমাজকে এ ভয়ংকর প্রবণতা থেকে মুক্ত করতে হবে। লিখেছেন ড. তোফায়েল আহমেদ।