কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আমাদের প্রতিযোগিতা এখন সারা বিশ্বের সঙ্গে’

মানবজমিন প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

যারা এই সময়ে খুব ভালো গাইছে তাদের জন্য গান তৈরি করতে পেরে ভালো লাগছে। এরইমধ্যে কয়েকজন শিল্পীর জন্য গান তৈরি করে নিজের চ্যানেলে প্রকাশ করেছি। এ গানগুলো শ্রোতারা গ্রহণও করেছেন। আসলে বেশ কিছু মেধাবী শিল্পী এ প্রজন্মে রয়েছে। আমি ক্রমান্বয়ে চেষ্টা করবো তাদের জন্য গান তৈরির। পড়শী, টি কে তারেক ও লিজার গান এ বছর প্রকাশ হয়েছে আমার সুর ও সংগীতে। সামনেই প্রকাশ হবে আরো কিছু শিল্পীর গান। নিজের এ সময়ের ব্যস্ততা সম্পর্কে কথাগুলো বলছিলেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। নিজের গানের বাইরেও এ প্রজন্মের তরুণ শিল্পীদের গান তিনি নির্দিষ্ট সময় পর পর করছেন। এরইমধ্যে হাবিবের সুর ও সংগীতে টি কে তারেক, পড়শী ও লিজার গাওয়া গানগুলো পছন্দ করেছেন শ্রোতা-দর্শক। নিজের গানের বাইরে হাবিবের এ কাজগুলো প্রকাশ হয়েছে তারই ইউটিউব চ্যানেলে। এগুলোর ভিডিওতেও হাবিবকে দেখা গেছে। এদিকে সাম্প্রতিক সময়ে ক্লোজআপ ওয়ান তারকা সালমার জন্যও গান তৈরি করেছেন হাবিব। খুব শিগগিরই সে গানটিও প্রকাশ হবে। এ বিষয়ে তিনি বলেন, সালমা অসাধারণ গায়। ওর গায়কিকে অন্যরকমভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আমার মনে হয় গানটি প্রকাশ হলে ভালো লাগবে সবার। অন্যদিকে হাবিব ওয়াহিদের হাত ধরে এর আগেও সংগীতে এসে চমক দেখিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি। তার সঙ্গেও এখন নিয়মিত কাজ করছেন হাবিব। চলতি বছর এ জুটির বেশ কয়েকটি নতুন গান প্রকাশ হয়েছে। এর বাইরে আগের করা দুটি গান নতুন সংগীতায়োজনে ভিডিওসহ প্রকাশ করেছেন হাবিব। সর্বশেষ হাবিব-ন্যান্সির ‘তুমি যে আমার ঠিকানা’ গানটির রিভাইজ ভার্সন প্রকাশ হয়েছে। নিজের নতুন গান প্রসঙ্গে হাবিব বলেন, নতুন গানের কাজ চলছে। তবে একই ধরনের কাজ করতে চাই না। আলাদা কিছুই শ্রোতা-দর্শকদের উপহার দিতে চাই। তাই অডিও বেশ সময় নিয়ে করি। এক্সপেরিমেন্ট থাকে। আর অডিওর সঙ্গে মিল রেখে ভিডিও নিয়েও তেমন পরিকল্পনা থাকে। আমার গানগুলোতে আমি নিজেই পারফর্ম করি। আমি যেহেতু নিজের গান তৈরি করি। সেক্ষেত্রে আমার একটা চিন্তা থাকে। সেই চিন্তার প্রতিফলন কিন্তু আমি সব থেকে ভালোভাবে করতে পারবো। আমার নিজস্ব চিন্তাভাবনাটা ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা থাকে। আর ভিডিওগুলোতে আমার পারফরমেন্স দর্শক পছন্দও করছেন। তাই আমারও উৎসাহ বেড়ে গেছে। তবে একটির সঙ্গে যেন অন্য গানটি মিলে না যায় সেই চেষ্টা আমার সব সময় থাকে। অডিও হোক আর ভিডিও, সেটা যেন ভিন্নধর্মী  হয় তা আমার মধ্যে কাজ করে সব সময়। স্টুডিওতে নতুন গানের কাজ নিয়মিতই করছি। কয়েকটি গান তৈরি হয়ে আছে। ইচ্ছে আছে সেগুলো ভিডিওসহ নির্দিষ্ট সময় পর পর প্রকাশের। আর নিজের চ্যানেলের বাইরেও অন্য কোম্পানির কাজও করছি। আশা করছি খুব ভালো কিছু গান সামনে উপহার দিতে পারবো। বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? হাবিব বলেন, ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ না। আমাদের প্রতিযোগিতা এখন সারা বিশ্বের সঙ্গে। যেহেতু প্রযুক্তির কল্যাণে এখন বিশ্ব হাতের মুঠোয়। তাই আন্তর্জাতিক মানের মিউজিক করেই টিকে থাকতে হবে। তরুণ প্রজন্ম ভালো কাজ করছে। তবে একটি জায়গায় সব সময় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে গানের ভিন্নতা। একটি গান যেন আরেকটি গান থেকে আলাদা হয় সেটা মাথায় রাখতে হবে। না হলে শ্রোতারা বিরক্ত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও