কোটি টাকা হাতছাড়া হচ্ছে আমির-মালিকের!

মানবজমিন প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯, ০০:০০

আবুধাবিতে আসন্ন টি-টেন লীগে পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড়ের অংশ নেয়ার কথা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এওসি) প্রত্যাহার করে নিয়েছে। তাই ১৫ই নভেম্বর থেকে শুরু হওয়া এই লীগে মোহাম্মদ আমির, শোয়েব মালিকদের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর টি-টেনে না খেললে প্রায় ১ কোটি রুপি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তারকা ক্রিকেটাররা। পাকিস্তানের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে আমির-মালিক ছাড়াও টি-টেন টুর্নামেন্টে মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজদের খেলার কথা রয়েছে। খেলতে না পারলে তারাও প্রায় সমপরিমাণ অর্থ আয়ের সুযোগ হারাবেন। আর পাকিস্তানি তারকারা না খেললে বিপুল অর্থের ক্ষতির সম্মুখীন হতে হবে আয়োজকদের। গত বছর আয়োজক কর্তৃপক্ষ পাকিস্তানের খেলোয়াড়দের অংশ নেয়া নিশ্চিত করতে পিসিবিকে ৬ লাখ ডলার দেয়। খেলোয়াড়দের সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমে জানায়, আয়োজক কমিটি পাকিস্তানি খেলোয়াড়দের পেতে এবারো বিপুল অর্থ দিতে সম্মতি জানিয়েছে। তবে পিসিবি অনেক বেশি অর্থ দাবি করায় বনিবনা হচ্ছে না দু’পক্ষের মধ্যে।পাকিস্তানের সংবাদমাধ্যম স্পোর্টসস্টারকে পিসিবি’র এক কর্মকর্তা গতকাল বলেন, ‘১১ই নভেম্বর শুরু হওয়া কায়েদে আজম ট্রফিতে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে ও তাদের খাটুনি কমাতে এই সিদ্ধান্ত। পিসিবি শর্তসাপেক্ষে টি-টেন টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশ নেয়ার অনাপত্তিপত্র প্রত্যাহার করেছে। তবে এটা শুধু কেন্দ্রীয় ও ঘরোয়াভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য প্রযোজ্য।’ জাতীয় দল থেকে অবসর নেয়া শহীদ আফ্রিদি ও ইমরান নাজিরদের খেলতে তাই কোন বাধা নেই। এবারের টি-টেন লীগের সময়কালে বাংলাদেশ-ভারতের পূর্ণাঙ্গ সিরিজ চলবে। তাই বাংলাদেশ জাতীয় দলের তারকা সাকিব আল হাসান, তামিম ইকবালরা খেলবেন না। তবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি ‘বেঙ্গল টাইগার্স’ দলে জুনায়েদ সিদ্দিকী, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, আরাফাত সানি, ফরহাদ রেজা, ইয়াসির আলী ও মেহেদী হাসান অংশ নেবেন। এই দলে আইকন হিসেবে আছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও