কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লঘুচাপের কারণে সারা দেশে ঝিরিঝিরি বৃষ্টি

ntvbd.com প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ১৭:২৫

মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে হওয়া ঝিরিঝিরি বৃষ্টি আগামীকাল শনিবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রোববার থেকে তা কমে যাবে। গত দুদিনের ধারাবাহিকতায় শুক্রবারও সকাল থেকে রাজধানীজুড়ে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীজুড়ে বেশ ভোগান্তিতে পড়েন নগরবাসী। যদিও শুক্রবার ছুটির দিন থাকায় ভোগান্তি ছিল কম। তবে এদিন যারা ঘরের বাইরে বের হয়েছে, তাদের বেশির ভাগের হাতে ছিল ছাতা। রাজধানীর যেসব এলাকায় নির্মাণকাজ সংক্রান্ত খোঁড়াখুঁড়ি আছে, সেসব এলাকায় সড়কে কাদাপানি দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছেন, লঘুচাপটি বর্তমানে ভারতের ওডিশা উপকূল ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। অব্যাহত বৃষ্টির কারণে যে ঠাণ্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে, তা বৃষ্টি থেমে গেলে কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে