ভোলার ঘটনা অতীতের ষড়যন্ত্রেরই পুনরাবৃত্তি
ফেসবুক পোস্ট। ধর্মীয় অনুভূতিতে আঘাত। বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ, অরাজকতা। আইনশৃঙ্খলা বাহিনীকে আক্রমণ। সংঘর্ষ, অ্যাকশন, গোলাগুলি। হতাহত।
বাংলাদেশে যারা আত্মস্বীকৃত ইসলামের হেফাজতকারী, তারা মাঝে মধ্যে এসব ঘটনায় জ্বালানি ঢেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ গ্রহণ করে হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বিক্ষোভ, পুলিশের ওপর হামলা, পুলিশ কর্তৃক আত্মরক্ষার্থে আগ্নেয়াস্ত্র ব্যবহার, চারজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা অতীতের ধারাবাহিক ঘটনারই নিদর্শন।