![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/22/3c18534112201a5b119984314f91bc98-5daf31a83b740.jpg?jadewits_media_id=1479759)
জীবনানন্দ দাশ: চেনা–অচেনার গণ্ডি পেরিয়ে
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯, ১০:০০
আমি কবি, সেই কবি-আকাশে কাতর আঁখি তুলি হেরিঝরাপালকের ছবিসে কবি বাংলা ভাষার শুদ্ধতম কবি, তিমির হননের কবি, তিনি কবি জীবনানন্দ দাশ। যে ছেলেটির মা ছিলেন গৃহস্থ পরিবারের আদর্শ একজন নারী, সেই কুসুমকুমারী দাশের কবিতা-আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবেকথায় না বড় হয়ে কাজে বড়ো হবে যখন বাঙালি সমাজের শিশুশ্রেণির অন্যতম পাঠ্য, তাঁরই সন্তান কালের ডাকে যে জীবনানন্দ...