![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/assets/img/dainik-amader-shomoy-for-fb.png)
জীবনানন্দ দাশের প্রয়াণ
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ০০:০০
জীবনানন্দ দাশ [১৮৯৯-১৯৫৪] কবি, শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া প্রামে। বাবা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক ও সমাজসেবক। মা কুসুমকুমারী দাশ ছিলেন কবি। জীবনানন্দ কলকাতা সিটি কলেজে ১৯২২ সালে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। ১৯৪৭ সালে দেশভাগের আগে তিনি সপরিবারে কলকাতা চলে যান। ১৯৫৪ সালের ২২ অক্টোবর ওই শহরেই ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জীবনানন্দ ছিলেন বাংলা কাব্যান্দোলনে রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম কবি। পাশ্চাত্যের মডার্নিজম ও প্রথম বিশ্বযুদ্ধ…
- ট্যাগ:
- সাহিত্য
- প্রয়াণ দিবস
- জীবনানন্দ দাশ
- ঢাকা