You have reached your daily news limit

Please log in to continue


‘ভোলার ডায়েরি’ থেকে আজকের সাজু খাদেম

বেশ কয়েক বছর আগে শায়ের খান পরিচালিত একুশে টিভিতে প্রচারিত ‘ভোলার ডায়েরী’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে একজন অভিনেতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাজু খাদেম। সেই ভোলা চরিত্রই পরবর্তীতে তাকে একজন অভিনেতা হিসেবে সামনের পথে এগিয়ে যেতে সহযোগিতা করেছিল। সময়ের ধারাবাহিকতায় নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে সাজু খাদেম একজন জাত অভিনেতায় নিজেকে পরিণত করেছেন। এই সময়ের একজন ব্যস্তততম অভিনেতাও তিনি। জনপ্রিয় এই অভিনেতার আজ জন্মদিন। তবে ইচ্ছে থাকলেও দিনটি তিনি পরিবারের সঙ্গে উদযাপন করতে পারছেন না। কারণ আজ তাকে ঢাকার অদূরে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে। সাজু খাদেম বলেন, ইচ্ছে থাকার পরও কিছু করার নেই। কারণ আজ আমার সময় কাটবে ঢাকার বাইরে একটি সিনেমার শুটিংয়ে। তবে ২৪শে অক্টোবর ফিরে জন্মদিনের মুহুর্তটা পরিবারের সঙ্গেই কাটাতে চাই। পরিবারইতো আসল। পরিবারের জন্যইতো জীবনের এই যুদ্ধ। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন। এদিকে এনটিভিতে গেলো ৫ই অক্টোবর থেকে শুরু হওয়া এজাজ মুন্না পরিচালিত ‘শহরালী’ ধারাবাহিকে খাদেমুল চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছেন সাজু খাদেম। এই ধারাবাহিকে তিনি তার দুলাভাইয়ের চরিত্রে রূপদানকারী মাসুম বাশারের অফিসে দুলাভাইয়ের পরবর্তী পদে দায়িত্ব পালন করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন