চাকার ক্ষয়রোধেই খুলনার ট্রেন রাজশাহীর দিকে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ১৯:২৭
চাকার ক্ষয়রোধেই খুলনার ট্রেন চলল রাজশাহীর দিকে। এটি ভুল নয়। চালকের বা কন্টোল অফিসের অবহেলাতে ট্রেনটি রাজশাহীর দিকে যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে ট্রেনের চাকার ক্ষয়রোধে উল্টো দিকে চলাচলের জন্য (র্যাক) বগির দিক পরিবর্তন করা হয়। যেন চাকার ক্ষয়রোধ করে রেলওয়ের মূল্যবান সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। এমনটাই দাবি করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (ডিটিও)।\r\n