প্রযুক্তির ছোয়ায় বদলে যাচ্ছে সার্কাস

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ১০:২৬

ছোটবেলায় মজার সার্কাস দেখার অভিজ্ঞতা কার নেই? বাজিকরদের নানান কীর্তি আর হাতি ঘোড়ার কসরত৷ সঙ্গে পপকর্ন বা চানাচুরের গন্ধতো আছেই৷ কিন্তু আজকের যুগে শুধু এসবে কি চলে? তাই রনকালি সার্কাস তাদের ঐহিত্যবাহী খেলাগুলোর বাইরে নতুন কিছু নিয়ে এসেছে৷ এখন তারা সত্যিকারের প্রাণীর বদলে তাদের হলোগ্রাম বা প্রতিচ্ছবি ব্যবহার করে৷

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে