![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2019/10/21/650x365/32.jpg)
সবচেয়ে দীর্ঘ বিমানযাত্রার পরীক্ষা সফল
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০০:২০
অস্ট্রেলিয়ার বিমান কোম্পানি কান্তাস সবচেয়ে দীর্ঘ বিমানপথের পরীক্ষামূলক চলাচল সফলভাবে শেষ করেছে। নিউইয়র্ক থেকে সিডনিতে কোনো যাত্রাবিরতি ছাড়াই বিমানটি যাত্রা সম্পন্ন করে। ১৬ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দিতে সময় লেগেছে ১৯ ঘণ্টা ১৬ মিনিট। পরীক্ষামূলক এ যাত্রায় ৪৯ জন আরোহী ছিল। তাদের আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা হয়েছিল। আগামী মাসে কোম্পানিটির সিডনি থেকে লন্ডনের বিরতিহীন বিমান পরীক্ষা করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২২ থেকে ২০২৩ সালে তারা নিয়মিত পরিবহন শুরু করতে পারে। কান্তাস বিমান পরিহনের প্রধান অ্যালান জয়সি…
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৃহত্তম বিমান