You have reached your daily news limit

Please log in to continue


২০০ কোটি টাকার বাগান বাড়িতে বিয়েবার্ষিকী

বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি শাহরুখ-গৌরীর আগামী ২৫শে অক্টোবর ২৮তম বিয়েবার্ষিকী। সে উপলক্ষেই স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চাইছেন কিং খান। এ কারণে এরইমধ্যে আলীবাগের বাংলোয় গেছেন তারা। একটি বিলাসবহুল বোটে করে সেই আলীগড়ের বাংলোর দিকে যেতে দেখা গেছে শাহরুখ, গৌরী ও আর তাদের ছেলে আব্রামকে। শাহরুখ খানের আলীবাগের এই বাংলোটি সবুজে ঘেরা। এটার দাম এখন প্রায় ২০০ কোটি টাকা। যেখানে আছে শাহরুখের ব্যক্তিগত জেটি, হেলিপ্যাড ও বিশাল সুইমিংপুল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও বিশেষ কোনো আয়োজন থাকলেই এই বাগান বাড়িতে ছুটে যান কিং খান। শাহরুখ-গৌরীর প্রেম কাহিনী বলিউডের হটেস্ট কাপলের ভালোবাসার গল্প বললে ভুল হবে না। শাহরুখ খানের বয়স তখন ১৮, গৌরীর ১৪। দিল্লির পঞ্চশিলা ক্লাবে দেখা হয়েছিল তাদের। গৌরীকে একটি ছেলের সঙ্গে নাচতে দেখেন শাহরুখ। ভালো লেগে যায় প্রথম দর্শনেই। এরপর লম্বা প্রেমশেষে ১৯৯১ সালের ২৫শে অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন