সিলেটে মাজার জিয়ারত করলেন এরশাদপুত্র সাদ

মানবজমিন প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন সাদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে দুই ওলির মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন তিনি। এর আগে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত