সিলেটে মাজার জিয়ারত করলেন এরশাদপুত্র সাদ
মানবজমিন
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ০০:০০
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন সাদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে দুই ওলির মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন তিনি। এর আগে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।