![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/20/aa61876b632e8501822115bdf2227987-5dac1cce05b50.jpg?jadewits_media_id=1479139)
রাজা-রানি-বাদশা সবই আছে কুদ্দুসের ঘরে
প্রথম আলো
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ১৪:৩৫
ছোট একটি ঘর। তার ভেতর বসে আছে রাজা, রানি, বাদশা থেকে শুরু করে বাঘ, হরিণ ও সাপ। তবে এদের কারও প্রাণ নেই। এদের প্রাণ দেন আবদুস কুদ্দুস। প্রাণ বলতে গল্পগানের সঙ্গে তাদের চরিত্র ফুটিয়ে তোলেন। তাতেই আনন্দ পায় গ্রামবাংলার মানুষ। এটাকে বলে পুতুলনাচ। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য পুতুলনাচের কারিগর কুদ্দুসের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। বাড়ির সদস্যদেরও...