![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/04/6b4bab6a549a13b48fe45de2dfe9292c-5349010721d16-CHANBDPUR-1.jpg?jadewits_media_id=582109)
মা ইলিশ রক্ষায় বরাদ্দ মাত্র দেড় লাখ টাকা
প্রথম আলো
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ১১:৫৫
চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটারে মা ইলিশ শিকারের ওপর চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। সেখানে মা ইলিশ রক্ষায় সরকারি বরাদ্দ মাত্র দেড় লাখ টাকা। তা ছাড়া নেই প্রয়োজনীয় স্পিডবোট ও নৌকা। জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারেন, এ জন্য দিনে চারবার অভিযান চালানো হয়। চাঁদপুরের ৭০ কিলোমিটার নদী এলাকায় ও ডাঙ্গায় প্রতিদিন সকালে দুইবার ও বিকেলে...
- ট্যাগ:
- বাংলাদেশ
- বরাদ্দ
- ইলিশ রক্ষা
- চাঁদপুর