কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নতুন মিশনে পপি

মানবজমিন প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এরইমধ্যে নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার সমসাময়িক এবং নতুন প্রজন্মের অনেক নায়িকা যখন কাজের অভাবে রয়েছেন, পপি তখনো সরব রয়েছেন চলচ্চিত্রে। তাও আবার পার্শ্বচরিত্রে নয়, নায়িকা হয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে নতুন মিশনেই নেমেছেন পপি। এরইমধ্যে নিজের ওজন কিছুটা কমিয়ে এনেছেন। নতুন ছবিতে আলাদা লুকে হাজির হতে যাচ্ছেন চলচ্চিত্রের এই তারকা অভিনয়শিল্পী। সম্প্রতি রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে এই নির্মাতার পরিচালনায় ‘শ্রেষ্ঠ সন্তান’ ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেও প্রশংসা পান পপি। ‘ইয়েস ম্যাডাম’ ছবি প্রসঙ্গে পপি বলেন, এই তো ক’দিন আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবির গল্প আমাকে কেন্দ্র করেই। গল্প শুনেই এতে কাজ করতে আগ্রহী হয়েছি। আমি এমন গল্পই খুঁজছিলাম। এ ধরনের ছবিতে সব সময়ই কাজ করতে চেয়েছি। কয়েকদিন পরই কক্সবাজারে এ ছবির শুটিং শুরু হবে। আশা করছি, আমার অন্যান্য ব্যবসাসফল ছবির মতোই এ ছবিও সফল হবে। এ ছাড়া নাম চূড়ান্ত না হওয়া আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পপি। অন্যদিকে এরইমধ্যে তিনি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ। এ ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন পপি। সিনেমার বাইরে তিনি অভিনয় করে প্রশংসিত হয়েছেন অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ও তৌহিদ মিটুলের ‘গার্ডেন গেম’ নামের ওয়েব সিরিজে। এ ছাড়া পপি ‘সেভ লাইভ’ নামের একটি সিনেমার শুটিং অনেকখানি শেষ করেছেন। এখানে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকে ঘিরে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতেও অভিনয় করেছেন পপি। চলতি বছরের আগস্টে ‘ক্যান্ডেল লাইট’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন পপি। আতিকুর রহমানের পরিচালনায় এতে পপির বিপরীতে আমিন খান অভিনয় করেন। বাজনা বিডির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে। সবশেষে পপি বলেন, ভালো গল্পের কারণে সিনেমায় আগের মতো অভিনয় করছি না। কারণ অনেক ছবির প্রস্তাব এলেও গল্প পছন্দ হয় না। বর্তমানে ভালো কয়েকটি গল্প হাতে পেয়েছি। এগুলোর কাজ করবো। আর ভালো গল্পের ছবি হাতে পেলে অবশ্যই দর্শকরা আবার আমাকে নিয়মিত বড় পর্দায় দেখতে পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও