স্বার্থ উদ্ধারে ব্যবহৃত হয়েছে কুর্দিরা
একাত্তর টিভি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ১৬:২৪
মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী কুর্দিরা নিজেদের স্বাধীনতা, নিদেনপক্ষে স্বায়ত্বশাসনের জন্য লড়ছে দশকের পর দশক। কিন্তু কখনো স্থায়ী একটি রাষ্ট্র পায়নি ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কে বাস করা প্রায় তিন কোটি কুর্দি। এর মধ্যে তাদের আন্দোলনের পথে যুক্ত হয়েছে অনেক মিত্র। তবে বেশিরভাগ ক্ষেত্রেই, নিজেদের স্বার্থ উদ্ধারে কুর্দিরা ব্যবহৃত হয়েছে। সম্প্রতি তাদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিও এই বিশ্বাসঘাতকতার নজির।