দ্রোহ ও মানবতার শিক্ষক লালন
সমাজের অহিংস, অসাম্প্রদায়িক, সমাজ সংস্কারক মরমি সাধক ফকির লালন সাঁইকে নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এ আগ্রহ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। লালনের জীবন তাঁর রচিত গীতি কবিতা তাত্ত্বিক ও ব্যবহারিক জীবনে এমনভাবে আলোচিত করেছে যে, বিদ্বজ্জনকে ভাবিয়ে তুলছে রীতিমতো। বাংলা ভাষাভাষী মানুষের (এপার বাংলা, ওপার বাংলা ও প্রবাসী বাংলা) কাছে লালন জনপ্রিয়তা দ্রুত বেড়েই চলছে।
- ট্যাগ:
- মতামত
- অসাম্প্রদায়িক
- মানবতা
- যন্ত্রনির্ভর