
এই হত্যার দায় আমাদের সবার
ঘটনাটি নৃশংস, বীভৎস, বর্বরতম- ঠিক কী ভাষায় লিখলে প্রকাশ করা যায় তা আমি জানি না। কিন্তু ঘটনাটি নতুন নয়। ২২ বছরের অতি মেধাবী, শান্ত, পড়ুয়া একটি ছেলে যার কোনো দলীয় পরিচয় নেই, একেবারেই মধ্যবিত্ত ঘরে যেমন ছেলেকে ঘিরে স্বপ্ন দেখে পরিবার, ঠিক তেমন একটা ছেলেকে বিনা কারণে স্রেফ পিটিয়ে মেরে ফেলেছে তারই বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা। ঘটনাটি বুয়েটের, ছেলেটির নাম আবরার।