‘প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে নারীরা’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ১৭:৩৩
ঢাকা: প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, দেশে প্রক্রিয়াজাত খাদ্যের দ্রুত বিকাশ হচ্ছে। জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভাস বদলের কারণে দ্রুত প্যাকেটজাত খাদ্য জনপ্রিয় হচ্ছে। জয়িতা ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টার নারী উদ্যোক্তাদের এ ধরনের খাদ্য উৎপাদনে উন্নত প্রশিক্ষণ দেবে যা, দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে।