প্রথমবার যৌথভাবে বুকার পুরস্কার দেয়া হয়েছে

মানবজমিন প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

প্রথমবারের মতো যৌথভাবে সাহিত্যে বুকার প্রাইজ দেয়া হয়েছে। এবার এ পুরস্কার জিতেছেন দু’জন নারী- মার্গারেট অ্যাটউড এবং বার্নার্ডিনে এভারিস্তো। অ্যাটউডকে তার লেখা ‘দ্য টেস্টামেন্টস’-এর জন্য এবং এভারিস্তোকে তার উপন্যাস ‘গার্ল, ওম্যান, আদার’-এর জন্য ৫০ হাজার পাউন্ডের পুরস্কার সমান ভাগ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অ্যাটউডের বয়স ৭৯ বছর। তিনি এ যাবৎকাল বুকার পুরস্কার পাওয়া লেখক বা লেখিকাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী পুরস্কার বিজয়ী। অন্যদিকে প্রথম একজন কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এ পুরস্কার জিতেছেন এভারিস্তো। এবার এ পুরস্কারের জন্য অন্য নমিনি যারা ছিলেন তারা হলেন- লুসি এলম্যান, ছিগোজি ওবিওমা, সালমান রুশদি ও এলিফ শাফাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও