![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/10/14/ctg-fake-sim-reg.jpg/ALTERNATES/w640/Ctg-Fake-sim-reg.jpg)
বিমলের অজান্তেই তার নামে ৫টি মোবাইল সিম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০৯:০০
বিমল শান্তি চাকমা, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরের নিরাপত্তাকর্মী। তার ব্যবহৃত টেলিটকের সিম তুলতে গিয়েছিলেন এমএম আলী রোডের কাস্টমার কেয়ার সেন্টারে। সেখানে গিয়ে তিনি শুনলেন, তার অজান্তেই আরও পাঁচটি সিম রয়েছে তার নামে।