‘গরিবের ঢেউটিন’ সুন্দরবনের গোলপাতা!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ১১:১৭
সুন্দরবন থেকে ফিরে: সুন্দরবনের পশ্চিম বনবিভাগের বাইদার খালের দু’পাড়ে সর্বত্রই গোলপাতার ছড়াছড়ি। সারি সারি দীর্ঘ গোলপাতা দেখে হয়তো বেমালুম যে কেউ খানিক সময়ের জন্য বলবেন এটা গোলপাতার বন। ৩ থেকে ৪ বছরের নারিকেল চারার আকৃতি বিশিষ্ট গোলপাতা গাছ ঝাড় আকারে বিন্যস্ত রয়েছে। অনুরূপভাবে শেখের খাল, টেপারভাড়ানি খালের দু’পাড়সহ বনের প্রায় সব খালের পাড়ে সারি সারি গোলাপাতা গাছ।