![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/cover20191013091923.jpg)
হাই হিলের শুরু পুরুষদের পায়ে!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০৯:১৯
আজকাল নারীদের সাজসজ্জায় অন্যতম অনুসঙ্গের নাম হাই হিল বা উঁচু জুতা। শোবিজে প্রায় সব মডেলদের পায়েই দেখা যায় হাই হিল। আর শারীরিক গঠনে উচ্চতা যাদের একটু কম, তাদের কাছেও বেশ জনপ্রিয় এই উঁচু জুতা। এখনকার সময়ে নারীদের জিনিস মনে হলেও হাই হিলের জন্ম কিন্তু পুরুষদেরই জন্যই।