কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

মানবজমিন প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালে আব্দুল খালেক নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ গতকাল মারা গেছেন। সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল খালেক ভোলার চরগাজী এলাকার মৃত নিজামুল মিয়ার ছেলে। শুক্রবার তাকে হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। এ নিয়ে ১২জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপতালে মারা গেল। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, সাতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন আব্দুল খালেক। শুক্রবার দুপুরে অজ্ঞান অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। সে সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছিল। শনিবার ভোরে তার অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকাল ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল খালেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও