![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/12/dc9218678192edaf36ebe4c094d8bafe-5da17e1c40f45.jpg?jadewits_media_id=1477026)
আরেক রাতারগুল
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ১৩:১৬
হাওরের নাম দামারি। প্রতিদিন হাজারো পর্যটকের যাতায়াত এই হাওরের পাড় ঘেঁষে। অনেকে চলন্ত গাড়ি থেকে দামারিকে চোখে দেখেই মুগ্ধ হন, সেই মুগ্ধতার পরশ মেখেই চলে যান জল-পাথরের বিছনাকান্দি আর ভোলাগঞ্জের সাদা পাথরের পথে। বর্ষার তপ্ত দুপুর। সাতপাঁচ না ভেবে আমরা চার বন্ধু মোটরবাইকে চেপে রওনা দিয়েছি। তখনো গন্তব্য অজানা। উদ্দেশ্যহীন যাত্রা ভেবে বাইকের পেছনে বসা বন্ধুটি বলে উঠল, আমরা যাচ্ছিটা...