রনথম্বোরে জায়গার অভাব, স্থানান্তরিত করা হবে একাধিক বাঘকে
এইসময় (ভারত)
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯, ১১:৪৭
nation: রনথম্বোরের কোর এরিয়া রয়েছে ৩৯২ বর্গ কিমি। বাফার জোন রয়েছে ১৩৪২ বর্গ কিমি। মোট ১৭০০ বর্গ কিমি অঞ্চলের মধ্যে মাত্র ৬০০ কিমি এলাকা বরাদ্দ রয়েছে বাঘেদের জন্যে। এই মুহূর্তে এখানে মোট ৬১টি বাঘ রয়েছে। তারমধ্যে ২৭টি বাঘ এবং ২৪ বাঘিনী আছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বাঘ রক্ষণাবেক্ষণ
- ভারত