বিনামূল্যে ফোন করার দিন শেষ, এবার প্রতি মিনিটে পয়সা গুনতে হবে Jio গ্রাহকদের
এনডিটিভি (ভারত)
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৫১
এবার থেকে অন্য নেটওয়ার্কে কল করলে Jio গ্রাহকদের প্রতি মিনিটে 6 পয়সা খরচ হবে। বুধবার এই ঘোষণা করেছে Reliance Jio। টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) ঠিক করে দেওয়া ইন্টারকানেক্ট ইউসেজ চার্জের (IUC) জন্য গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত দাম দিতে হবে।