![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/08/a906d43d36e2bc88f288c4ca96f71202-5d9cb88e39a95.jpg?jadewits_media_id=1476145)
আফতাব তখন কী করবেন?
প্রথম আলো
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৯, ০৯:০০
আফতাব আহমেদের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে আগেই। কোচ হিসেবে এ বছর তাঁর নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। এটি নিয়ে তাঁর আনন্দ যেমন আছে, আছে চিন্তাও বিদেশি লিগ বা টুর্নামেন্টে কোনো দলের প্রধান কোচ হিসেবে বাংলাদেশের কেউ কাজ করেছেন কখনো? দেশের কয়েকজন কোচের সঙ্গে কথা বলে উত্তরটা না পাওয়া গেল। এখানে তাহলে একটা রেকর্ডই হতে যাচ্ছে আফতাব আহমেদের। বাংলাদেশের প্রথম কোচ হিসেবে বিদেশি...