দুর্গোৎসব সর্বলোকের
আইসিস নামে এক দেবীকে প্রাচীন মিসরীয়রা পুজো করত। হিন্দু মাইথোলজিতে এ আইসিস হলো তাদের দেবী দুর্গার আরেক নাম। আবার গ্রিসে মাতৃমায়া রূপে ভেনাস, মিনার্ভা ও ডায়ানা নামের দেবী বন্দনা করা হতো। হিন্দু দেবীদের মধ্যে মিনার্ভা হলেন দেবী সরস্বতী এবং লক্ষ্মী দেবী ভেনাস নামে পরিচিত ছিলেন। কেউ কেউ মিনার্ভাকে দেবী দুর্গা বলে জানতেন।