আমাদের রাজা-বাদশাহ-সম্রাটেরা
বিশ্বের পিছিয়ে পড়া অনুন্নত একটি দেশ হলেও বাংলাদেশে যে দুর্লভ একটি জিনিসের অভাব নেই তা হলো রাজা-বাদশাহ-সম্রাটদের উপস্থিতি ও প্রতিপত্তি। মুকুট পরা রাজা-বাদশাহ না হলেও প্রভাব-প্রতিপত্তি আর বিত্তের মাপকাঠিতে এঁরা সত্যিকারের রাজা-বাদশাহদের চেয়ে কম নন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সময়োচিত পদক্ষেপ। লিখেছেন মনজুরুল হক।