You have reached your daily news limit

Please log in to continue


ছুটছেন মিম

গত ২৭শে সেপ্টেম্বর বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মিম। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান এই লাক্সতারকা। এরইমধ্যে ‘পরাণ’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এদিকে নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। হাতে রয়েছে নতুন বিজ্ঞাপনের কাজ। তাই বলতে গেলে একের পর এক নতুন কাজ নিয়ে ছুটছেন মিম। বর্তমানে মিম রাজশাহীতে অবস্থান করছেন। তিনি গতকাল বলেন, পূজার জন্য পরিবারসহ ক’দিন আগে রাজশাহীতে এসেছি। সম্প্রতি আমার অভিনীত ‘সাপলুডু’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিটি মুক্তির পর বেশ সাড়া পেয়েছি। এবার রায়হান রাফি পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছি। কয়েকদিন পরই এ ছবির মহরত এবং মাসের শেষদিকে ছবির শুটিং শুরু হবে। কবে থেকে নতুন এ ছবির শুটিং শিডিউল দেয়া জানতে চাইলে মিম বলেন, আগামী ১লা নভেম্বর থেকে নতুন এ ছবির শুটিংয়ে অংশ নেবার কথা রয়েছে। এটি শহরের গল্প। টানা কিছুদিন সিলেটে শুটিং হবে। এরপর ঢাকার অংশে কাজ হবে বলে নির্মাতা জানিয়েছেন। সেভাবেই প্রস্তুতি চলছে। মিম আরো বলেন, রায়হান রাফি একজন দক্ষ নির্মাতা। এর আগে তার পরিচালনায় ‘পোড়ামন টু’ ও ‘দহন’ ছবি দুটি দর্শকরা বেশ পছন্দ করেন। তার পরিচালনায় ‘পরাণ’ ছবিতে কিছুদিন আগে কাজ করলাম। মফস্বলের তিন তরুণের জীবন এবং সেই জায়গার বিভিন্ন ক্রাইসিস, আবেগ, অনুভূতি উঠে আসবে এই ছবিতে। ছবিতে ভালোবাসা যেমন থাকবে, তেমন থাকবে নেশা, রাজনীতি, বিয়ে বিচ্ছেদসহ বিভিন্ন ঘটনা। এ ধরনের কাহিনীতে অভিনয় করার সুযোগও বেশি থাকে। আমার বিশ্বাস, দর্শকরা ছবিটি উপভোগ করবেন। রায়হান রাফি পরিচালিত পরবর্তী নতুন ছবিতে মিমের বিপরীতে সিয়াম আহমেদ অভিনয় করবেন। পরিচালক জানালেন মিম-সিয়াম ছাড়াও আরো চমক থাকছে এ ছবিতে। এদিকে মিমের কাছে জানতে চাওয়া এরমধ্যে নতুন আর কি কাজ নিয়ে ব্যস্ততা তার? মিম জবাবে বলেন, রাজশাহী থেকে এসে দুটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করবো। এরইমধ্যে নতুন এ দুটি কাজ নিয়ে কথা হয়েছে আমার। একটি ডেভেলপমেন্ট কোম্পানির এবং অন্যটি তেলের। দেখা যাক, শুটিং ফ্লোরে যাবার পর বিস্তারিত জানাতে চাই। এদিকে মিম অভিনীত ‘পরাণ’ ছবিটি সামনে মুক্তি পাবে। এ ছবিতে মিমের বিপরীতে ইয়াশ রোহান ও শরিফুল রাজ অভিনয় করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন