জনবসতি এলাকা হলেও গণনায় বাড়ছে কুমিরের সংখ্যা
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ১৫:০৫
nation: সাধারণত কুমির শিকার করে নিজের পেট ভরায়। ফলে জনবসিত এলাকায় তা সম্ভব নয়। তবে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলির ধারে প্রচুর মাংসের দোকান, চিড়িয়াখানায় সিংহ, বাঘদের খাবারের জন্য মাংস লাগে। সেইসব খাবারে গন্ধ তারাও পেয়েছে। ফলে জনবসতিপূর্ণ এলাকাতেও তারা দিব্য মানিয়ে নিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কুমির প্রজনন কেন্দ্র
- ভারত