চাঁদপুরে সিএনজি-পিকআপ ভ্যান সংঘর্ষে শিশু নিহত

মানবজমিন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ১১:২৮

চাঁদপুর শহরের মিশন রোডে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুর মা নাছিমা বেগম।আজ ভোরে মিশন রোড শাহী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল বরিশাল জেলার বেতাগী বরগুনা থানার বেতাগী খান বাড়ীর মো. আবদুল কাদেরের ছেলে।নিহত শিশুটির দাদা চাঁন মিয়া বলেন, বরিশাল থেকে লঞ্চযোগে আজ সোমবার ভোরে চাঁদপুর লঞ্চঘাটে এসে নামেন। লঞ্চঘাট থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠলে মিশন রোডের মাথায় এসে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল আহত হয়। গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ-ভ্যানটি থানায় আটক রেখেছে। শিশুর মাকে চিকিৎসা দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও