সুশীতল হোক ধরিত্রী
ঋতুর হিসাবে সময়টা শরৎকাল। ঋতু পরিবর্তনের বিচিত্র ধারাপথে এই দেশে এমন একটা সময় ছিল, যখন শরতের শুভ্রাকাশে সাদা মেঘের সঙ্গে হালকা মৃদুমন্দ হাওয়া মিলেমিশে চমৎকার এক মনমোহন আবেশ তৈরি করত। কিন্তু ঋতু বৈচিত্র্যের সেই বাংলাদেশ আর নেই। এখন বছরের অল্প কিছু সময় বাদ দিলে বাকি সময়টা তীব্র গরমের ভেতর দিয়ে যেতে হয়। মাঝেমধ্যে বৃষ্টিও হয়।
- ট্যাগ:
- মতামত
- বৈশ্বিক উষ্ণতা
- ঋতু
- ঋতু পরিবর্তন