কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১২ হাজার শিক্ষার্থীর জন্য ১২৫ আসনের অডিটোরিয়াম

মানবজমিন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০০:০০

সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজ। প্রায় ১২ হাজার শিক্ষার্থী রয়েছে এই বিদ্যাপীঠে। কিন্তু এখনো উন্নয়নের ছোঁয়া বঞ্চিত এই সরকারি কলেজটি। কলেজের অডিটোরিয়ামে আসন সংখ্যা মাত্র ১২৫। এত বেশি সংখ্যক শিক্ষার্থীর জন্য ১২৫ আসনের অডিটোরিয়ামে বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে নাজেহাল হতে হয় কলেজ কর্তৃপক্ষকে। এমতাবস্থায় শিক্ষার্থীরা জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন।কলেজ কর্তৃপক্ষ জানান, সুনামগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার। শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান, বিভিন্ন ছাত্র সংগঠনের অনুষ্ঠান হয়ে থাকে এই অডিটোরিয়ামে। আধুনিক মঞ্চ নেই অডিটোরিয়ামে। আসন সংখ্যা কম থাকায় শিক্ষার্থীদের বসার সংকুলানও হয় না। কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানান, অডিটোরিয়ামে কোনো ভালো অনুষ্ঠান করা যায় না। সাংস্কৃতিক অনুষ্ঠান বা মঞ্চ নাটক করা যায় না এই অডিটোরিয়াম মঞ্চে। এ ছাড়াও মঞ্চের পাশের সাজসজ্জার ঘরটি অপ্রয়োজনীয় আসবাবপত্রে ভরপুর। সাউন্ড সিস্টেম ও আলোর ঘাটতি রয়েছে অডিটোরিয়ামে। শিক্ষার্থীরা বলেন, একটি কলেজে কেবল শ্রেণি কার্যক্রম নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করাও জরুরি। কিন্তু ভালো অডিটোরিয়াম না থাকায় এসব কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত হচ্ছে। অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শেখ আল সাদিক সাব্বির বলেন, অডিটোরিয়ামের ভেতরে বসার পর্যাপ্ত আসন নেই। এ কারণে অনুষ্ঠানে সবাই দর্শক হিসাবেও অংশ নিতে পারে না। গত ২৮শে সেপ্টেম্বর কলেজে পরিকল্পনা মন্ত্রীসহ সংসদ সদস্যরা অতিথি ছিলেন। অনেকে বাইরে দাঁড়িয়ে ছিলেন, বসার স্থান পাননি। সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অডিটোরিয়ামের সাজসজ্জা ঘরটি অকেজো পড়ে আছে, কারণ এটি ব্যবহারের প্রয়োজন হয় না। আমরা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের কাছে একটি একাডেমিক ভবনের দাবি করেছি। একাডেমিক ভবনটি হলে নিচতলায় একটি আধুনিক অডিটোরিয়াম করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও