সওজের জায়গায় অবৈধ মার্কেট নির্মাণ

মানবজমিন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০০:০০

রাজশাহী-চাঁপাই মহাসড়কের রাজাবাড়ির চেক পোস্টের পশ্চিমে সড়ক ও জনপথের জায়গায় কে বা কারা অবৈধভাবে মার্কেট নির্মাণ করেছে। সওজ কর্তৃপক্ষের বাধা শর্তেও অবৈধ নির্মাণ বন্ধ হচ্ছে না। উল্টো গতকাল থেকে অতিরিক্ত শ্রমিক নিযুক্ত করে এই নির্মাণ কাজ জোরেশোরে চলছে। এই নির্মাণ কাজ বন্ধ করা না হলে এই সড়কটিতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এদিকে, অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি জানিয়ে সওজ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ও অতি: প্রধান প্রকৌশলীকে আবেদন জানিয়েছে এলাকাবাসী। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সওজ’র নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলেন, সড়ক ও জনপথের জায়গায় অবৈধ মার্কেট নির্মাণের খবর তিনি জানতে পেরেছেন ২/১ দিনের মধ্যেই এই অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য অভিযান চালানো হবে। এ প্রসঙ্গে সওজ’র অতি: প্রধান প্রকৌশলী মাহাবুর রহমান বলেন, সওজের ম্যাজিস্ট্রেট বর্তমানে নওগাঁয় উচ্ছেদ অভিযানে রয়েছেন তিনি ওই উচ্ছেদ অভিযান শেষ করে ২/১ দিনের মধ্যেই রাজশাহীতে আসবে। ম্যাজিস্ট্রেট আসার পর রাজশাহীতে সড়ক ও জনপথের জায়গায় যেসমস্ত অবৈধ স্থাপনা আছে সে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও