বাঙালি ভীরু! সেই বিশ্বাস ভাঙার শতাব্দী প্রাচীন বীরাষ্টমীর লাঠিখেলা আজও চলে বাগবাজারে
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ১২:১৮
news: অষ্টমীর দিনটা বাগবাজারের পুজোয় ‘বীরাষ্টমী’। স্বাধীনতার আগে স্বদেশিরা অষ্টমীর সকালে এই পুজোর মাঠে লাঠিখেলা, ছুরি খেলা, কুস্তির মতো খেলা এখানে হত। সাহেবরাই শক্তিমান আর বাঙালি ভীরু। এই বিশ্বাস ভাঙতেই বীরাষ্টমীর উদ্যাপন করা হত। সেই ট্রাডিশন বজায় আছে এখনও।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দূর্গা পূজা
- লাঠি মিছিল
- ভারত